Posts

কিভাবে Mikrotik Router আইপি খুজে বের করে হ্যাক করবেন ।

 


Mikrotik Router কী ?

আমরা সবাই কমবেশি ওয়াইফাই ব্যবহার করি,  আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ স্পিড দিয়ে থাকে । আমরা যাদের থেকে সার্ভিস নিচ্ছি তারা কোন না কোন ডিভাইস দিয়ে আমাদের কন্ট্রোল করে থাকে, সেটাই হচ্ছো mikrotik router।

Mikrotik router দিয়ে কি করা যায়?

এই রাউটার দিয়ে সব কিছু করা যায় যেমন স্পিড লিমিট করা কোন ওয়েবসাইটে ব্লক করা  এই আরো বিভিন্ন ধরেন কাজ করে থাকে । তারা যে যে সাইটের access দিবে আমরা শুধু সেগুলো ব্যবহার করতে পারবো,  সাথে তারা জানতে পারে আমরা কি কি ব্যবহার করছি সকল কিছু  ।

আমরা  mikrotik দিয়ে কি করবো?

আমরা সবাই তো বেশি টাকা দিয়ে লাইন নিতে পারি না তাই কম স্পিড থাকে  , যদি আমরা কোন ভাবে mikrotik রাউটার access নিতে পারি তাহলে নিজের মতো স্পিড বাড়িয়ে নিতে পারবো।

কিছু কথা  mikrotik router আইপি আপনি নরমালে খুজে পাবেন না। কিছু মাধ্যম ব্যবহার করে বের করতে হয়। তো আজকে সেটাই দেখাবো কিভাবে আইপি বের করতে হয়।

                                                                 For Download... Click Here 


 

Play story চলে যাবো সার্চ করবো  Portdroid

 


 

Tracerouter চলে যাবো।

 


 

যেকোন একটা হোস্ট লিখবো এবং trace click

 


 

প্রথমটা আপনার রাউটারের আইপি

দ্বিতীয় সাবলাইন mikrotik আইপি

তৃতীয় আপনার আইএসপি এর mikrotik আইপি।

অনেক সময় দ্বিতীয় নাম্বার আপনার আইএসপি এর আইপি আসবে।

এখন আমি তৃতীয় নাম্বার ট্যাপ করে ধরে রাখবো।

 


 

এখন scan 103…………… ক্লিক করবো।

 


Preseet click

 


 

Add to Full Scan

Then hit scan


দেখেন ৬৫৫৩৫ পোর্ট আছে এখান থেকে কোন কোন পোর্ট ওপেন আছে সেটা দেখতে পারবেন।

এখন দেখেন HTTP/https এই রকম পোর্ট ওপেন থাকলে বুঝবেন ওইটা আপনার আইএসপির mikrotik router আইপি।

একটা ক্লিক করবো।


Click to Launch App:Http

 


Boom চলে আচ্ছে আমার আইএসপির mikrotik router এর আইপি। তাদের default pass : admin

Team Clay Hat Hacker...

Posted by MS6BD

 

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.